EducationBarak Valley
বিরজা সুন্দরী স্কুলে লাইব্রেরি ও রিডিং রুমের শিলান্যাস
করিমগঞ্জ : লাইব্রেরি ও রিডিং রুমের শিলান্যাস হল বিরজা সুন্দরী হঅই স্কুলে৷ বুধবার শিলান্যাস করেন অসম রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷
এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও উলুধ্বনির মাধ্যমে শিলান্যাস করা হয় লাইব্রেরি ও রিডিং রুমের৷ সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরেন মিশনবাবু৷
এদিকে, আসাম টাইপের স্কুলে পঠনপাঠনে সমস্যার সৃষ্টি হচ্ছে৷ ৫০০-র বেশি পড়ুয়া এখানে৷ তাদের বসার সমস্যা হচ্ছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস৷ বিদ্যালয়ের উন্নয়নে যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মিশনরঞ্জন৷ এদিকে শিলান্যাস পর্বে ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পরিতোষ দাস সহ শুভ্রজ্যোতি দাস, ভাস্বতী ভট্টাচার্য, জরি দেবরায়, অরূপ চক্রবর্তী, CRCC চয়ন বণিক প্রমুখ৷