Barak Valley

বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বানভাসি পাথারকান্দির বহু গ্রাম

পাথারকান্দি : উজানের প্রবল বৃষ্টির তোড়ে ফুঁসছে পাথারকান্দির লঙ্গাই নদী৷ মঙ্গলবার রাত ৯:৩০টা নাগাদ নদীর জলস্তর বিপদ সীমার উপর বইতে শুরু করায় বিলবাড়ি এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে৷ এতে বৃহত্তর এলাকায় বন্যাতঙ্ক দেখা দিয়েছে৷ স্থানীয়দের কথায় উল্লেখিত গ্রামের ভোটকেন্দ্রের পাশে থাকা হরিদাস ডিলারের বাড়ির পেছন দিকে নদীবাঁধ ভেঙে জলোচ্ছাস স্বষ্টি হয়৷ এজন্য পাথারকান্দি বাজার এলাকা থেকে শুরু করে রাজারগাঁও, তিনখাল, উনামগাও, রাজবাড়ি, মুণ্ডমালা সহ বেশ কয়েকটি এলাকায় বন্যার জল প্রবেশ করতে শুরু করেছে৷ এমন খবর পেয়ে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অকুস্থল পরিদর্শন করে দুর্যোগ মোকাবিলা প্রশমন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷

Show More

Related Articles

Back to top button