Barak Valley

বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরাকবঙ্গের ৩০তম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা

  • বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল করিমগঞ্জ, শুরু বরাকবঙ্গের অধিবেশন
  • দিনের অধিবেশনে দেশ বিদেশের গুণীদের সমাবেশ

করিমগঞ্জ : বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের ৩০তম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা হল সীমান্ত শহরে৷ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সরকারি স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়৷ ১৫টি সুসজ্জিত ট্যাবলোতে উপত্যকার ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি ফুটে ওঠে শোভাযাত্রায়৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ প্রায় ৩ সহস্রাধিক লোক শোভাযাত্রায় পা মেলান৷

বাংলা ও বাঙালি জাতিসত্তার লড়াই নিরলসভাবে ৪৭ বছর ধরে চালিয়ে আসছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ ৬ বছর পর করিমগঞ্জে আয়োজিত হচ্ছে সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশন৷ শোভাযাত্রায় একের পর এক সুসজ্জিত ট্যাবলোতে উপত্যকার সাহিত্য সংস্কৃতি চর্চার বিষয় তুলে ধরা হয়৷ দীর্ঘ বছর পর বৃহস্পতিবার বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা প্রত্যক্ষ করলেন শহর করিমগঞ্জের মানুষ৷ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার নাচ গান সহ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বেড়ায় এই শোভাযাত্রা৷

শোভাযাত্রায় অংশ নেয় সন্ধানী সংঘ, যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়, নৃত্যশ্রী কলা নিকেতন, নূপুর নৃত্যালয়, সঙ্গীতম ও নৃত্যাঙ্গন, নবতরঙ্গ, নন্দিনী পাঠচক্র, সুরসপ্তক, সপ্তসুর, শান্তা ডান্স অ্যাকাডমি, গীতবিতান সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ইত্যাদি৷

এছাড়া করিমগঞ্জ কলেজ, শিশুনিকেতন, রো‍লান্ডস, বেবিল্যান্ড, সরস্বতী বিদ্যানিকেতন, মহর্ষি, ফ্রন্টিয়ার কলেজ, ভিকমচাঁদ, NNTC, বিরজাসুন্দরী, শ্যামসুন্দর বিদ্যামন্দির৷

Show More

Related Articles

Back to top button