বিশিষ্ট শল্য চিকিৎসক কুমারকান্তি দাশকে সংবর্ধনা
শিলচর পিএনসি 19 ফেব্রুয়ারি – বিশিষ্ট শল্য চিকিৎসক কুমার কান্তি দাশ কে সমাজ সেবার কাজে বিশেষ অবদানের জন্য রবিবার কাঁঠাল বাগান সংলগ্ন কাঁঠাল গ্রান্টে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছে।
আম্রপালি সাহিত্য পত্রিকা ও জয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নিঃস্বার্থ ভাবে মানুষের চিকিৎসা সেবা করার জন্য ডা দাশের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার জন্য সভায় বিভিন্ন বক্তা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সমাজসেবী ও লেখিকা আরতি দাশ ,কবি সাহিত্যিক আশুতোষ দাস ও কবি ও লেখিকা মহুয়া চৌধুরী সহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ও সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে ,সমাজ সেবী সুনীল রায় ও কবি জয়ন্তী দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
আম্রপালির সম্পাদক কস্তুরী হোম চৌধুরী ও জয়া ফাউন্ডেশনের পক্ষে শিল্পী চক্রবর্তী বক্তব্য রাখেন।
এতে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবনী সরকার। শুরুতে দূঃস্থ দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।