Barak Valley
বিশিষ্ট স্ত্ৰী ৰোগ বিশেষজ্ঞ ডা দেবী দাস দত্ত কে সম্বর্ধনা
শিলচর পিএনসি ১৪’মে -বুধবার শিলচরে এক অনুষ্ঠানে শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট স্ত্রী রোগ চিকিৎসক ডা দেবী দাস দত্ত কে সম্বর্ধনা জানানো হয় । আম্রপালি সাহিত্য পত্রিকার উদ্যোগে এবং পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ডা দত্তের জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে দীপঙ্কর চন্দ ও বিপ্লব পাল চৌধুরী সহ কয়েকজন বক্তা ভাষন দেন। বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দের পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে আম্রপালি র সম্পাদিকা কস্তুরী হোম চৌধুরী উত্তরীয় পরিয়ে ডা দত্তকে সম্বর্ধনা জানান। এই অনুষ্ঠানে করিমগঞ্জের শ্রীহট্ট পত্রিকার সম্পাদক দীপঙ্কর ঘোষকেও সম্বর্ধনা দেবার কথা ছিল কিন্তু তিনি আসতে না পারায় ঘোষের শ্যালিকা জয়ন্তী দে সম্বর্ধনা গ্রহণ করেন।এতে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সরকার ও মনোজ দত্ত গুপ্ত ।