World

বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় ৪ ভারতীয়, নির্মলা সীতারমণের সঙ্গে আর কারা?

ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় স্থান পেলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তালিকায় রয়েছেন আরও তিন ভারতীয়। শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন।

ফোর্বসের ওই তালিকায় ৩২ নম্বরে রয়েছেন নির্মলা। ২০১৯ সালে দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে বিবিসি ওয়ার্লড সার্ভিস ও ব্রিটেনের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলেন। ফোর্বস উল্লেখ করেছে, তিনি মহিলা জাতীয় কমিশনের সদস্যও।

নির্মলা ছাড়াও তালিকায় স্থান পেয়েছেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নদর মালহোত্রা, স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন সোমা মণ্ডল ও বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ। তাঁদের র‌্যাঙ্ক যথাক্রমে ৬০, ৭০ ও ৭৬। তাঁদের মধ্যে কিরণকে দেশের অন্যকম ধনী স্বনির্ভর মহিলা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সোমার নেতৃত্বে রেকর্ড অর্থনৈতিক উন্নতির মুখ উন্নতি দেখেছে SAIL। পাশাপাশি রোশনিও ২০২০ সালে বাবার থেকে উত্তরাধিকার সূত্রে যে দায়িত্ব পেয়েছেন তা দারুণ সফল ভাবে পালন করে চলেছেন।

তালিকায় রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সুরকার টেলর সুইফট। তবে একেবারে শীর্ষে রয়েছে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের নাম। এর পর রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের শীর্ষ কর্তা ক্রিস্টিন লাগার্দে। তিন নম্বরে কমলার নাম।

Show More

Related Articles

Back to top button