বিসর্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজার সমাপ্তি করিমগঞ্জে
করিমগঞ্জ : বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা শেষ হয় বৃহস্পতিবার৷ দশমী পূজা শেষে বিসর্জন হলো দেবী বাসন্তীর৷ দেবীকে বিদায় জানানোর আগে শেষ বারের মতো উৎসব আনন্দে মেতে ওঠেন হিন্দু ধর্মালম্বীরা৷ শেষ মুহূর্তে দেবীর আরাধনায় ব্যস্ত ছিলেন ভক্তরা৷ আর ফাঁকে ফাঁকে চলে রংখেলা৷ বৃহস্পতিবার দশমীর সকালে উলুধ্বনি, ঢাক, কাঁসর, ঘন্টা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূজা শুরু হয়৷ সকাল থেকেই মণ্ডপে ভিড় করতে থাকেন ভক্তরা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের আগমনে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণে৷ করিমগঞ্জ টাউন কালিবাড়িতে এদিন পূজা শেষে মহিলারা সিঁদূর খেলেন৷ দুপুরে করিমগঞ্জ টাউন কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়৷ সাধারণের বাসগৃহ থেকে সর্বজনীন পূজা-প্যান্ডেল এবং বিভিন্ন মঠ-মন্দিরের মায়ের প্রতিমা নিয়ে আসা হয় বিসর্জন ঘাটে৷ কুশিয়ারার জলে ভাসিয়ে মাকে বিদায় জানান সবাই৷