Barak Valley
বুধবার করিমগঞ্জে বিকশিত ভারত সংকল্প যাত্রা
করিমগঞ্জ : ১৭ জানুয়ারি, বুধবার সকাল ১১টায় করিমগঞ্জ পাবলিক স্কুলের মাঠে ও বিকাল ৩টায় শহরের স্টেশন রোডে গঙ্গা ভান্ডারের পাশে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ এতে করিমগঞ্জের পৌরপতি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন — PMAY, পিএম স্বনিধি, আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা গ্যাস, অরুণোদয় ইত্যাদির সুবিধা প্রাপক এবং সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে৷ পাশাপাশি, যারা ওই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য সুবিধা প্রাপক হতে ইচ্ছুক তাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে৷