Barak Valley

বৃদ্ধার উপর হামলা, গ্রেফতার করিমগঞ্জের আকসা নেতা

করিমগঞ্জ : ৯০ ঊর্ধ্ব এক মহিলাকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল ছাত্র সংগঠন আকসার এক সদস্যের৷ নিন্দনীয় এই ঘটনা ঘটেছে, শুক্রবার রাতে সুভাষনগর এলাকায়৷ খবর পেয়ে প্রতিবেশী বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ সহ আরও অনেকে ঘটনাস্থলে যান এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শুভাশিস দত্ত নামে এক আকসা কর্মীকে অভিযুক্ত করে সদর থানায় এজাহার দাখিল করেন নিগৃহীতা বিমলাবালা দেবের পুত্র জয়ন্ত দেব৷

ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শুভাশিসকে পুলিশ শুক্রবার রাতেই আটক করতে সক্ষম হয়৷ জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ ৯২ বছরের অসুস্থ মা বিমলাবালা দেবকে ঘরে রেখে ওষুধ আনতে যান ছেলে জয়ন্ত দেব৷ ইত্যবসরে তাঁর কাছে খবর যায়, আকসা কর্তা জনৈক শুভাশিস দত্ত ঘরে ঢুকে অসুস্থ বিমলাবালা দেবের উপর হামলা করেছেন৷ খবর পেয়ে জয়ন্ত তড়িঘরি বাড়িতে এসে দেখতে পান কাঁচের জালনা ভাঙা৷ সেইসঙ্গে ঘরের আরও আসবাবপত্র ভাঙা ও এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ অভিযোগ অনুযায়ী, শুভাশিস দত্ত নাকি ঘরে ঢুকে বিমলাবালার গলা টিপে ধরেন এবং সিগারেটের ধোঁয়া তাঁর মুখে ছাড়েন৷ বৃদ্ধা এমনিতেই শ্বাসকষ্টের রোগী৷ এমতাবস্থায় তাঁর মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার ফলে অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে জানিয়েছেন বিমলাবালার মেয়ে জ্যোতিকা গুপ্ত৷

তাঁর কথামতো ঘটনার খবর পেয়ে বিধায়ক কমলাক্ষ সহ আশপাশের জনগণ ছুটে আসেন৷ তারা ঘটনার তীব্র নিন্দা জানান৷ রাতে ঘটনার বিস্তারিত সদর থানায় জানালে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তদন্ত করে এবং শুভাশিসকে আটক করে নিয়ে যায়৷ ঘটনার বিস্তারিত জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় একটি এজাহার দিয়েছেন জয়ন্ত দেব৷ এজাহারের সঙ্গে তার মায়ের অসুস্থতার মেডিক্যাল রিপোর্টও জমা করা হয়েছে৷ ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

ঘটনার নিন্দা জানিয়ে শনিবার বিধায়ক কমলাক্ষ বলেন, নিরীহদের ওপল এভাবে আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ এই ঘটনায় জড়িত শুভাশিসের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেজন্য তিনি তদ্বির করবেন৷ এমন ঘটনার জন্য এলাকার সচেতন মহল তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তদন্তক্রমে অভিযুক্ত শুভাশিসের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button