Barak Valley

বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের আদলে রক্তিমাভ ক্লাবের মন্ডপ করিমগঞ্জে

করিমগঞ্জ : প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে৷ ফিনিশিং কাচের কাজ চলছে৷ এরপরই দর্শকদের জন্য প্রস্তুত হয়ে যাবে বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি মন্ডপ৷ এবার করিমগঞ্জ কলেজের ময়দানে হওয়া রক্তিমাভ ক্লাবের থিম হচ্ছে এই মন্দির৷ প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে এই পুজো৷

কালীপুজোর যাবতীয় ভিড় মানেই শহরের চরবাজার এলাকা৷ ওই এলাকায় একের পর এক বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়৷ আর শহরের মধ্যবর্তী এলাকায়৷ ২/১টা বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয়৷ এরমধ্যে অন্যতম রক্তিমাভ ক্লাব৷ এ বার ২৭তম বছর পালন করেছে ক্লাব কর্তৃপক্ষ৷ পুজো কমিটির সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সম্পাদক রাজা বণিক৷

এ বার পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন রাজা বণিক৷ তিনি বলেন, বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল৷ তৈরি করছেন এক স্থানীয় শিল্পী৷ আলোকসজ্জায় থাকছেন শিলচরের এক কারিগর৷ এ বছরও পুজোর পরদিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে ক্লাবের তরফে৷ এছাড়া দুদিন অনুষ্ঠানও রয়েছে৷ পুজোর পরদিন কলেজ ময়দানে অনুষ্ঠান করবে শিলচরের ফেরিওয়ালা, আর পরের দিন জি-নাইন৷ এ বছরও দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমবে বলে আশা ব্যক্ত করেন রাজা৷

Show More

Related Articles

Back to top button