Barak Valley

বৃষ্টি উপেক্ষা করে উল্টো রথযাত্রায় রাজপথে ভক্তের ঢল করিমগঞ্জে

করিমগঞ্জ : উল্টোরথ টানার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হল সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব৷ ৭টা দিন মাসির বাড়ি কাটিয়ে অগুণিত ভক্তের ভিড়ের মধ্য দিয়ে উল্টোরথের দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরছেন প্রভু জগন্নাথ দেব৷

বুধবার প্রকৃতি খুব একটা সঙ্গ না দিলেও আনন্দে কিন্তু কোথাও ভাটা পড়েনি৷ আনন্দে মেতে উঠতে দেখা যায় সবাইকে৷ জেলা সদরে সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়৷ বাদ্যযন্ত্র বাজিয়ে নাম-সংকীর্তনের মাধ্যমে শহরের টাউন কালীবাড়ি, শ্রীশ্রী রাধা মদনমোহন জিউ আখড়া, গাছ কালীবাড়ি, কর্ণমধু ইস্কন মন্দির, নিম্বার্ক আশ্রম, ভুবনেশ্বর সাধুঠাকুর সেবাশ্রম সহ নানা ধর্মীয় প্রতিষ্ঠানের জগন্নাথ মহাপ্রভু, বলরাম ও দেবী সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন

একের পর এক রথ পার্কের সামনে আসলে বৃষ্টির মধ্যেও ভক্তরা আত্মহারা হয়ে এগিয়ে যান রথের রশিতে টান দিতে৷ প্রভু জগন্নাথের উদ্দেশ্যে কলা, আম, নারকেল সহ বিভিন্ন ফল নিবেদন করতে দেখা যায় অনেককে৷ লুটের প্রসাদ গ্রহণ করতে প্রতিযোগিতা দেখা যায় আট থেকে আশির মধ্যে৷ টাউন কালীবাড়ি থেকে শম্ভুসাগর পার্ক অবধি উপচে পড়া ভিড় দেখা গেছে৷ ক্ষুদ্র ব্যবসায়ী বেলুন, বিভিন্ন রঙিন খেলনা এবং খাদ্য সামগ্রী ইত্যাদি নিয়ে রাস্তার দু’পাশে পসরা সাজিয়ে বসেন৷ মাটির পুতুল নিয়ে পসরা সাজিয়ে বসেন মৃৎ শিল্পীরা৷

Show More

Related Articles

Back to top button