Barak Valley

বেলুর মঠের নিয়মে পুজো, সেজে উঠছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

করিমগঞ্জ : সাত্ত্বিকতা মেনে বেলুড় মঠে পুজো শেষে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়৷ এবারও তার ব্যতিক্রম হয় নি৷ ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়৷ জন্মাষ্টমী তিথির কাঠামো পূজোর মধ্য দিয়েই এবছরের সূচনা করা হয় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে৷ শতাব্দী প্রাচীন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে বেলুর মঠের নিয়মনীতি মেনে ৭২ বছর ধরে দুর্গাপূজো অনু্ষ্ঠিত হয়ে আসছে৷

এবারও পুজো উপলক্ষে মিশন প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে৷ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের তত্ত্বাবধানে আয়োজিত দুর্গোৎসবে অঞ্জলি প্রদান সহ অন্যান্য বিষয়ে দেখাশোনা করবেন মিশনের সহ-সম্পাদক রামভদ্রানন্দজি মহারাজ৷ দু’বছর ধরে জামশেদপুর মিশন থেকে করিমগঞ্জে মিশনে আসা ব্রহ্মচারী কাশী চৈতন্য ঠাকুরের পুজোর দায়িত্বে রয়েছেন৷

তাছাড়া মিশনের অন্যান্য ব্রহ্মচারী, ছাত্রাবাসের ছাত্র ও ৫০ জন স্বেচ্ছাসেবক-সেবিকা পুজো পরিচালনায় নিয়োজিত থাকবেন৷ বেলুর মঠের মতো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনেও সংকল্প করা হয় সারদা মায়ের নামে৷ বেশ্যাদ্বার মৃত্তিকা, নদীর উভয় কূলের মৃত্তিকা সহ প্রায় ৯৫ জায়গার মৃত্তিকা, নদীর জল, স্বর্ণ জল, ডাবের জল ইত্যাদি ব্যবহার করা হয় মহাস্নানে৷ পা-হাঁটা দূরত্বে থাকা টাউন কালীবাড়ি থেকে শালিগ্রাম শিলা এনে মহামায়ার পূজা হয়৷

তাছাড়া আমিষ ভোগ নিবেদন করা হয় দেবীকে৷ সেদ্ধ, ভাজা, তরকারি, মিষ্ঠান্ন ইত্যাদির ২৫ রকমের ভোগ দেওয়া হয় দুর্গতিনাশিনীকে৷ তবে মহিষাসুরমর্দিনীকে আমিষ ভোগ প্রদান করা হলেও নারায়ণ ঠাকুরের নিরামিষ ভোগ প্রদান করা হয়ে থাকে পুজোর দিনগুলোতে৷

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ এবারের পূজোর সময়সূচি নিয়ে বলেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এ বছর ২০ অক্টোবর সকাল ৫:৩০টায় শ্রীশ্রী দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে৷ ২১ অক্টোবর সকাল ৫:৩০টা থেকে দুর্গাদেবীর সপ্তমীবিহিত পূজারম্ভ এবং ২২ অক্টোবর সকাল ৫:৩০টা থেকে দুর্গাদেবীর মহাষ্টমীবিহিত পূজারম্ভ, রাত ৭:৩৬-৮:২৪ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন হবে৷ ২৩ অক্টোবর সকাল ৫:৩০টা থেকে দেবীর মহানবমীবিহিত পূজারম্ভ ও দর্পণ বিসর্জন হবে৷ এদিন দুপুর ২টায় শ্রীশ্রী দুর্গা দেবীর প্রতিমা নিরঞ্জন ও আরাত্রিকের পর শান্তিজল প্রদান করা হবে৷ পুজোয় সবার সহযোগিতা কামনা করছেন মহারাজ৷

Show More

Related Articles

Back to top button