বেহাল জাতীয় সড়ক, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
করিমগঞ্জ : দিনের পর দিন গর্তের আকার বাড়ছে৷ এরপরও হেলদোল নেই পৌরসভা, PHE এবং পূর্ত NH বিভাগের৷ করিমগঞ্জ শহরের টাউন ইদগাহের সামনে জাতীয় সড়কের এমন দুরবস্থা নিয়ে নীরব শাসক দলও৷ ভারি যানবাহনের চাপে বিশেষ করে রাতে চলাচলকারী ওভার লোডেড লরির চাপে সড়কের অবস্থা চরম আকার ধারণ করছে৷
এনিয়ে এবার সরব হলেন করিমগঞ্জ জেলা অধিবিদ্যা পরিষদের প্রাক্তন সম্পাদক তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব দত্ত৷ তিনি বলেন, এভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও প্রশাসন সহ কেউই পদক্ষেপ নিচ্ছেন না৷ মূলত PHE-র Pipe Line ফেটে অনবরত জল নির্গত হওয়ার ফলে সড়কের বেহাল অবস্থা৷
তিনি পৌরসভার সমালোচনা করে বলেন, কিছুদিন আগে ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে Pipe Line মেরামত কোনও কাজে লাগেনি৷ বলেন সড়কের বেহাল অবস্থা নিয়ে কংগ্রেস সহ অন্য দলগুলোও নীরব ভূমিকায়৷ করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কের শহরের মধ্যে থাকা ঈদগাহর সামনের দুরবস্থার জন্য যান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে৷ তিনি এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷