Barak Valley

বেহাল সড়কগুলোর সংস্কার করুন, পূর্ত কর্তাদের চিঠি মিশনের

করিমগঞ্জ : দুর্গাপূজার প্রাক্কালে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পূর্ত সড়ক৷ শহর ও গ্রামাঞ্চলের সড়কগুলো চৌচির হয়ে রয়েছে৷ জায়গায় জায়গায় পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে৷ এ নিয়ে সরব হয়েছেন রাজ্য সরকারের পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷ পুজার আগে সড়ক মেরামতির জন্য চিঠি লিখেছেন বিভাগীয় আধিকারিককে৷ এ ছাড়া জাতীয় সড়কে থাকা গর্তগুলো মেরামতির জন্য পৃথক চিঠি দিয়েছেন এনএইচ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও৷

সড়ক মেরামতির দাবিতে শনিবার পূর্ত বিভাগের উত্তর, দক্ষিণ ও বদরপুর ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছেন মিশনবাবু৷ তাঁর মন্তব্য, প্রতিটি সড়কই চৌচির হয়ে রয়েছে৷ পুজোর সময় রাস্তায় মানুষের ঢল নামবে৷ এতে দুর্ঘটনার সম্ভব রয়েছে৷ রাস্তাগুলোর ব্লক গুঁড়িয়ে গেছে৷ ফলে দুর্ঘটনার প্রবণতা বেড়েছে৷ পুজোর আগে এসব সড়ক মেরামতির দাবি জানিয়েছেন তিনি৷ সড়ক মেরামতি না করলে দুর্ঘটনার মাত্রা বাড়বে৷ ফলে দুর্ঘটনার দায় পূর্ত বিভাগকে নিতে হবে বলে মন্তব্য করেন মিশন বাবু৷ এছাড়া জাতীয় সড়কের ভগ্নদশা নিয়ে বিভাগীয় এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পৃথক চিঠি দিয়েছেন মিশনবাবু৷ পুজোর আগে জাতীয় সড়ক মেরামতির দাবি জানিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Back to top button