Barak Valley

বেহাল সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

করিমগঞ্জ : করিমগঞ্জ টাউন ইদগাহের সামনে বেহাল সড়কের সংস্কার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র পাঠানো হল৷ সংশ্লিষ্ট এলাকার ২৫ জনের স্বাক্ষর সম্বলিত স্মারকপত্রে সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল থেকে শুরু করে আমজনতার দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে৷ সেটেলমেন্ট রোড হিসাবে পরিচিত ইদগাহের সামনে দিনের পর দিন গর্তের সংখ্যা বাড়ছে৷ এই সড়কের বেহাল অবস্থার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে দায়ী করা হয়েছে৷

অভিযোগ, PHE-র জলের পাইপ লাইন মাটির নিচে ফেটে অনবরত জল নির্গত হওয়ার জন্যই এমন দুরবস্থা৷ পৌরসভার তরফে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে PHE-র পাইপ লাইন মেরামত করা হয়েছিল৷ কিন্তু এরপরও সমস্যার সমাধান হয়নি৷ এই কাজে ব্যয় হওয়া পুরো অর্থই অপচয় হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ কারণ সমস্যা সেই তিমিরেই রয়েছে৷ জলের লাইন দিয়ে ক্রমাগত জল নির্গত হচ্ছে৷ আর এতে বেহাল থেকে বেহালতর হচ্ছে সড়কের অবস্থা৷ এজন্য সড়কের দ্রুত সংস্কার চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে৷ স্মারকপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী বাস্তুকারকে৷

Show More

Related Articles

Back to top button