Barak Valley

বৈঠাখাল বাগানের দুরবস্থা মেটাতে এক সপ্তাহ সময়সীমা বিধায়ক কৃষ্ণেন্দুর

করিমগঞ্জ জেলাশাসক কনফারেন্স হলে গঠন করা হয়েছে কমিটি

পাথারকান্দি : বন্ধ বৈঠাখাল বাগান নিয়ে শ্রমিকদের দুর্দশার অন্ত নেই৷ সমস্যা মেটাতে ফের শ্রমিক সংগঠন নিয়ে জেলশাসকের দরবারে বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ একটি কমিটও গঠন করা হয়েছে৷ এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হওয়ার আশ্বাস দিলেন বিধায়ক৷

উল্লেখ্য, গত দুর্গাপুজার সময় রেশন, বোনাস দিতে না পেরে পাথারকান্দির বৈঠাখাল চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ওই চা বাগানটি বন্ধ হয়ে যায়৷ তারপর থেকেই বাগানের শ্রমিকদের মধ্যে শুরু হয় হাহাকার পরিস্থিতি৷ এরই পরিপ্রেক্ষিতে শনিবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ ব্যাপারে করিমগঞ্জের জেলাশাসক সহ পিএফ আধিকারিক, বরাক চা শ্রমিক ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ, বৈঠাখাল শ্রমিক ইউনিয়ন ও ব্লক ডেভলপমেন্ট অফিসারকে সঙ্গে নিয়ে বৈঠকের পর একটি কমিটি গঠন করা হয়৷ তারপর বৈঠাখাল চা বাগানের শ্রমিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করা হয়৷

বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ ব্যাপারে বলেন, গত দুর্গাপুজোর সময় বৈঠাখাল চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে পালিয়ে যায়৷ তারপর থেকে বন্ধ হয়ে পড়ে ওই বাগানটি৷ আজ এ ব্যাপারে বৈঠক করার পর শ্রমিকদের পিএফ, রেশন ইত্যাদি যাবতীয় জরুরি ব্যবস্থা সহ বাগনটিকে কীভাবে পুনরায় চালু করা যায়, এ ব্যাপারে আলোচনা করা হয় এদিনের বৈঠকে৷ এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷

Show More

Related Articles

Back to top button