বৈঠাখাল বাগানের সমস্যা নিয়ে ডিসি সকাশে বিধায়ক কৃষ্ণেন্দু
পাথারকান্দি : বৈঠাখাল চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে ৫ জনের এক প্রতিনিধি দল দেখা করলেন করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে৷
দীর্ঘ আলোচনা শেষে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে বাগান পঞ্চায়েতের প্রতিনিধি দল করিমগঞ্জের জেলাশাসকের হাতে এক লিখিত স্মারকপত্র তুলে দেন৷ স্মারকপত্রে অভিযোগ, গত দীর্ঘদিন থেকে বেসরকারি এই বাগানের মালিকপক্ষের নেই কোনও হদিশ৷ পুজোর মাস খানেক আগে মালিক বাগান ছেড়ে পালিয়েছেন৷ চা পাতা বিক্রি করে এতদিন অর্ধেক হাজিরা দিয়ে বাগান চালালে বর্তমানে আর সম্ভব হচ্ছে না৷
এই চা বাগানের অধীনে থাকা প্রায় দু’শতাধিক কর্মচারী অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন৷ বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে ধাপে ধাপে সভা অনুষ্ঠিত হলেও আসেনি কোনও স্থায়ী সামাধান৷ গত পুজোর মরশুমে যখন বোনাস নিয়ে চা শ্রমিকরা দুশ্চিন্তায় ছিলেন তখন বিধায়ক কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বাগান শ্রমিকদের মধ্যে সামান্য পুজো বোনাস দেওয়া হয়৷ চা পাতার উৎপাদন থাকায় এতদিন পাতা বিক্রি করে শ্রমিকদের অর্ধেক হাজিরা দিতে পারলেও বর্তমানে শুকনো মরশুম আসায় গত সপ্তাহে বাগানে চায়ের উৎপাদন অনেকটা কমে গেছে৷ এই অবস্থায় বর্তমানে চা পাতা তোলা বন্ধ রয়েছে৷ ফলে বর্তমানে বাগান শ্রমিকদের বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে৷
বিষয়টি নিয়ে আজ স্থানীয় নেতা তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনিরাজ কুর্মি বাগান থেকে ৫ জনের এক প্রতিনিধি দল সহ কৃষ্ণেন্দু সকাশে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন৷ এবং তারা অতিসত্বর এব্যাপরে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন৷