Barak Valley

ব্যবসায়ীদের ওপর প্রাণঘাতী হামলা, ৫ অভিযুক্ত আটক

পাথারকান্দি : পরিকল্পিত ভাবে ব্যবসায়ীদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগের তদন্তে নেমে বাজারিছড়া থানা এলাকার নাগ্রা পেট্রোল পোস্টের পুলিশ ৫ অভিযুক্তকে আটক করল৷ ধৃতরা হল রাজন মালাকার, রিপ্টু মালাকার, পীযূষ মালাকার, অমিত মালাকার ও অজয় দাস৷ এদের উভয়ের বাড়ি স্থানীয় নীলকান্তপুর গ্রামে৷

অভিযোগ রয়েছে, গত শুক্রবার দুপুরে নাগ্রা বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা স্থানীয় বাসিন্দা বাবুল রায়ের পুত্র বিক্রম রায় নিজের ব্যবসা সংক্রান্ত কাজে নিজের মোটর সাইকেলে মিজোরামের কানমুন যাবার পথে নাগ্রা বাজার সংলগ্ন ব্রিজের ওপর আক্রমণের শিকার হন৷ ওই দিন তাঁর সঙ্গে ছিলেন স্বর্ণদ্বীপ পাল নামের আরেক ব্যবসায়ী৷ ওই সময়ে উল্লিখিত অভিযুক্তরা বিক্রমের পথ আগলে তার কাছে অর্থ দাবি করে বলে অভিযোগ৷ বিক্রম টাকা না দেওয়ায় তাঁর ওপর চড়াও হয় যুবকরা৷ পাশাপাশি ২ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয় আক্রমণকারীরা৷ এতে আক্রমণকারীদের হাতে অল্পবিস্তর আহত হন বিক্রমের সঙ্গে থাকা স্বর্ণদ্বীপও৷ পরে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় আক্রমণকারীরা৷ এ কাণ্ডে পুলিশি সুবিচারের দাবি জানিয়ে ওইদিন বিকালে বাজারিছড়া থানায় লিখিত এজাহার দায়ের করেন আহত বিক্রম৷

এ কাণ্ডে শনিবার তদন্তে নেমে ত্রিপুরা সহ অন্যান্য স্থান থেকে ৫ অভিযুক্তকে আটক করে নাগ্রা পুলিশের ইনচার্জ লংসিং ক্রো৷ বর্তমানে ধৃতদের থানায় আটক রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এদের একাংশ আবার বিশেষ সংগঠনের কর্মী বলেও জানা গেছে৷ সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button