ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় করিমগঞ্জে সরস্বতী পুজো
অঞ্জলি প্রদানে প্রচুর ভিড় রামকৃষ্ণ মিশনে
করিমগঞ্জ : মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পুজো আয়োজিত হয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জে৷ বুধবার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনে অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণে অগণিত মানুষ ভিড় জমান৷ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে বুধবার নিয়মনীতি মেনে সরস্বতী পুজো হয়৷ সকালে অগণিত ভক্ত বাগদেবীর চরণে অঞ্জলি প্রদান করেন৷ এরপর মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ, রামভদ্রানন্দজি মহারাজ সহ অন্যান্যরা পুজোয় উপস্থিত ছিলেন৷
অন্যদিকে, Karimganj College, Rabindrasadan Girls College, Karimganj B.Ed. College, Karimganj Senior Secendery School, Frontier Senior Secendery School, Saraswati Vidya Niketan, Maharishi Vidya Mandir, NNTC সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুজো উপলক্ষে ভিড় চোখে পড়ে৷ নান্দনিক আল্পনা দেখা যায় Karimganj B.Ed. College-এ৷
অন্যদিকে Yogasana Training Centre ও নুপুর নৃত্যালয়, নৃত্যনীড়, সুরমন্দির, বিশ্ববীণা সহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে পুজো হয়৷ স্টেশন রোডে Destiny NGO-র পুজোয় প্রতিমা ও মণ্ডপসজ্জা সবার নজর কাড়ে৷ তবে বেশ কিছু ক্লাবে মা সরস্বতীর বন্দনায় আধুনিকতার ছোঁয়া দেখা যায়৷ সরস্বতী পুজো যে আজও যুব প্রজন্মের কাছে একটি বিশেষ দিন, বাঙালির অঘোষিত Valentine Day, তার বাস্তব প্রতিচ্ছবি দেখা গেছে শহর করিমগঞ্জে৷