ভাঙ্গাবাজারে মাগরিবি টৌর্স অ্যাণ্ড ট্রেভেলসের উমরাহ প্রশিক্ষণ শিবির ও সামগ্রী বিতরণ
আমির হোসেন, করিমগঞ্জ : মাগরিবি টৌর্স অ্যাণ্ড ট্রেভেলসের দায়িত্বে ৬৩ জনের এক দল ৬ আগষ্ট পবিত্র মক্কা ও মদীনায় উমরাহের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ উপলক্ষে সোমবার দুপুরে মাগরিবি টৌর্স অ্যাণ্ড ট্রেভেলসের ভাঙ্গাবাজারস্থিত কার্যালয়ে এক প্রশিক্ষণ শিবির ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রেভেলসের ম্যানেজিং ডিরেক্টর কারী মেহরাজুল হক কাসিমী। এরপর উমরাহ যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। উমরাহের নিয়মাবলী ও করণীয় বিষয়ে বুঝিয়ে বলেন মেহরাজুল হক। যাত্রীদের পরামর্শ প্রদান করে মোনাজাত করেন লতিফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন তালুকদার। অসমীয়া গামছা দিয়ে সম্মান জানানোর পর ব্যাগ, বস্ত্র, পাসপোর্ট, ভিসা, পরিচয় পত্র সহ নানা সামগ্রী উমরাহ যাত্রীদের হাতে তুলে দেন বিশেষ অতিথি নুর উদ্দিন চৌধুরী, এইচ এম আমির হোসেন, স্বত্বাধিকারী মেহরাজুল হক সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন লামাজোয়ার জিপি সভাপতি আব্দুল বাছিত, মাওলানা ছলমান আহমেদ, সমাজকর্মী সুলতান আহমেদ, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত হন আইনজীবী কামরান পাশা চৌধুরী ও তুতিউর রহমান পাটিকর।