Barak Valley

ভাঙ্গায় আড়াই লক্ষের ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

বদরপুর : ভাঙ্গার নন্দপুর বাজার থেকে ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে করিমগঞ্জ পুলিশ৷ বৃহস্পতিবার রাত ১১:৩০টায় এক স্কুটি চালককে আটক করে তার কাছ থেকে প্রচুর পরিমানে ইয়াবা ট্যাবলেট ও ড্রাগস উদ্ধার করল পুলিশ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷

ঘটনাটি ঘটেছে বদরপুর থানা এলাকার লামজুয়ার জিপির অধীন নন্দপুর এলাকায়৷ ড্রাগস ও ইয়াবা ট্যাবলেট পাচার করতে বাদেউত্তর গ্রাম থেকে স্কুটি চেপে এক যুবক আসছে খবর পেয়ে করিমগঞ্জ, বদরপুর ও ভাঙ্গা পিআইসিপি পুলিশ বাহিনী নিয়ে নন্দপুর এসে ওঁৎ পেতে বসে থাকে৷ বাদেউত্তর গ্রাম থেকে ওই যুবক TR 05 D 6703 নম্বরের স্কুটি চেপে নন্দপুর আসার পরই পুলিশ তাকে ঘিরে ফেলে৷ পুলিশ তার কাছ থেকে প্রায় ৫২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷ সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে৷ ধৃত যুবক ভাঙ্গা এলাকার বাদেউত্তর গ্রামের৷ নাম ময়নুল ইসলাম (৩০)৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ৷ উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে৷ করিমগঞ্জ পুলিশের এই সাফল্যে পুলিশকে ধন্যবাদ জানান সচেতন নাগরিকরা৷

Show More

Related Articles

Back to top button