Barak Valley

ভাঙ্গায় বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধনে ব্যাপক সাড়া

ভাঙ্গা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ এ বার ৪০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে৷ এজন্য দলীয় কর্মীদের এখন থেকে মাঠে নামতে হবে৷ প্রতিদিন কম করেও ২/৩ ঘন্টা দলের হয়ে সময় দিতে হবে৷ ছুটে যেতে হবে ঘরে ঘরে৷ জানতে হবে জনগণের সুখ-দুঃখের কথা৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, কারা পাননি, তার খোঁজ নিতে হবে৷ রবিবার ভাঙ্গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে এই মন্তব্য করেছেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান বিজেপি নেতা মিশনরঞ্জন দাস৷

বাকরশাল-বাগবাড়ি মণ্ডল বিজেপি সভাপতি বনোজ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মিশনরঞ্জন দাস বলেন, বিজেপি মুখে যা বলে তা কাজে পরিণত করে দেখায়৷ বিজেপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করছে৷ কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ, তিন তালাক বাতিল সব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্য হয়েছে৷ এ ছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকার অসংখ্য প্রকল্প হাতে নিয়েছিল যার সুবিধা প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গেছে৷ এ সব সুবিধা পেয়ে সাধারণ মানুষ দু’হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন৷ তাই করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত৷ রেকর্ড ভোটের ব্যবধানে কৃপানাথ মালা জয়ী হবেন৷ নরেন্দ্র মোদিকে কৃপানাথকে উপহার দিতে হলে দলের বিভিন্ন শাখা-সংগঠনের কর্মকর্তাদের কাল থেকে কোমর বেঁধে মাঠে নামতে হবে৷

অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন মিশনরঞ্জন দাস, মণ্ডল সভাপতি বনোজ চক্রবর্তী সহ অন্যরা৷ এরপর ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়৷ প্রদীপ প্রজ্বলন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জী , পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়৷ অতিথি বরণের পর শুরু হয় আলোচনা সভা৷ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ বিজেপি কর্মী মহম্মদ আজিজুর রহমান আজাদ, সুনির্মল দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি অমীয়কান্তি দাস, মহিলা মোর্চার নেত্রী সুদীপা দাস, কিষান মোর্চার রাজন দে, জেলা সম্পাদক জয়দীপ চৌধুরী, ওবিসি মোর্চার বিমল পাল, যুব মোর্চার বর্তমান সভাপতি বিরাজ দাস, প্রাক্তন সভাপতি রাজেশ দাস প্রমুখ৷ অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও উপস্থিতি দেখে মিশনরঞ্জন দাস বলেন জেলার মধ্যে এই প্রথম এত সাড়ম্বরে বিজেপি নির্বাচনী কার্মালয়ের উদ্বোধন হল৷ এজন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান৷ এবং দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য কোমর কষে মাঠে নামতে পরামর্শ দেন৷

Show More

Related Articles

Back to top button