ভাঙ্গার নন্দপুরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন
বদরপুর : বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জিরিবাম-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন৷ ঈশ্বর সহায় নয়তো কয়েকশো যাত্রীর হতাহতের ঘটনা ঘটে যেত৷ ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যে ৬:৩০টা নাগাদ ভাঙ্গার নন্দপুর এলাকায়৷
জানা গেছে, একটি ম্যাজিক ট্রাক কোন সামগ্রী নিয়ে দক্ষিণকূল গ্রামে ফিরে আসার সময় রেল লাইনে উঠার পর ফেঁসে যায়৷ ট্র্যাকে গাড়িটি ফেঁসে যাওয়ার পর স্থানীয়দের ডেকে ঠেলে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করা হয়৷ তখন জিরিবাম থেকে আগরতলাগামী জনশতাব্দী ট্রেনটি দ্রুত গতিতে আসছিল৷ চালকের ট্রেন কন্ট্রোল করার কোনও ক্ষমতা ছিল না৷ তাই ট্রেনের ধাক্কায় ম্যাজিক ট্রাকটি প্রায় ২৫০ মিটার দূরে ছিটকে পড়ে৷ এরপর ট্রেনটি নিয়ন্ত্রণে আসে৷ পরে প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে৷
ঘটনার খবর পেয়ে ছুটে আসে বদরপুর রেল পুলিশ ও বদরপুর থানার পুলিশ৷ যদিও ঘটনার পর ট্রাকের চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ জানা গেছে, পুলিশ এ মর্মে ট্রাকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে৷