Barak Valley
ভাঙ্গা হায়ার সেকেন্ডারির অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে ডিএসপিকে স্মারকপত্র যুব কংগ্রেসের
করিমগঞ্জ : ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস৷ শনিবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের সভাপতি করণ দাস পুরকায়স্থের নেতৃত্বে একদল যুব কংগ্রেসি DSP-র সঙ্গে দেখা করে আছার উদ্দিনকে গ্রেফতারের দাবি জানায়৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন করণ৷ এ নিয়ে DSP-র হাতে একটি স্মারকপত্রও তুলে দেন তাঁরা৷ এ দিন সঙ্গে ছিলেন তুষার দাস, আয়ুষ চক্রবর্তী, কুণাল দে, জয়প্রকাশ দাস, সজল দে প্রমুখ৷