Barak Valley

ভারতমাতা পুজোর গেট ভেঙে জাতীয় সড়কে, ব্যহত যান চলাচল

করিমগঞ্জ, ১৭ আগস্ট : বৃহস্পতিবার বিকেলের ঝড়ো হাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল সীমান্ত শহর করিমগঞ্জ৷ শহরের বুকে ভেঙে পড়ল বিশালাকার দু-দুটি বৈদ্যুতিক তোরণ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে স্টেশন রোড এলাকায়৷

গত ১০ বছর থেকে স্টেশন রোড এলাকায় ভারত মাতার পুজো অনুষ্ঠিত হয়ে আসছে৷ বরাকের করিমগঞ্জেই প্রথম এই পুজোর সূচনা হয়৷ প্রতি বছর ১৪ আগস্ট পুজো অনুষ্ঠিত হয়৷ এছর পুজো উপলক্ষে নিউ মার্কেট ও সহচরীর সামনে দু’টি বিশাল বৈদ্যুতিক তোরণ লাগানো হয়েছিল৷ কিন্তু পুজোয় ৩ দিন পার হয়ে গেলেও তোরণ খোলা হয় নি৷ এদিকে, বৃহস্পতিবার বিকেলে আচমকা দমকা হাওয়া সহ প্রচন্ড বৃষ্টি শুরু হয় করিমগঞ্জে৷ এতে দু’টি তোরণ ভেঙে পড়ে যায় শহরে৷ মানুষের কোন ক্ষতি না হলেও রাস্তার পাশে থাকা যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে৷ যদিও অল্প সময়ের মধ্যে পুলিশ ও বিদ্যুৎ বিভাগীয় কর্মীরা ছুটে এসে সড়ক থেকে তোরণ সরিয়ে নিয়েছেন৷ দায়সারাভাবে বৈদ্যুতিক তোরণ শহর লাগিয়ে রাখা নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেছেন শহরবাসী৷

Show More

Related Articles

Back to top button