ভিএইচপি-র শ্রীগৌরী প্রখণ্ড সমিতি গঠিত
করিমগঞ্জ : শ্রীগৌরীর নিরদা আশ্রমে অনুষ্ঠিত এক সভায় বিশ্ব হিন্দু পরিষদের শ্রীগৌরী প্রখণ্ড সমিতি গঠন করা হয়েছে৷ রবিবার অনুষ্ঠিত ওই সভা যথারীতি ওঁকার ধ্বনির মাধ্যমে সূচনা হয়৷ বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্ত প্রচার প্রসার প্রমুখ শমীন্দ্র পাল সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন৷ পরিষদের শ্রীভূমি জেলা সম্পাদক সজল দাস বিশ্ব হিন্দু পরিষদের উদ্দেশ্য আদর্শ ও নীতি-নির্দেশিকা সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন৷ পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ নাগচৌধুরী বর্তমান হিন্দু সমাজের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন৷ পরবর্তীতে জেলা সম্পাদক সজল দাস আলোচনা ক্রমে প্রখণ্ড সমিতি গঠন করেন৷ এতে অমিয়ভূষণ দেব সভাপতি, দুই জন সহ-সভাপতি মনোনীত করা হয়৷ অলোক দে-কে সম্পাদক করে বজরং দল, দুর্গা বাহিনী, মাতৃশক্তি সহ ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়৷
উল্লেখ্য, এদিন প্রখণ্ড সমিতি গঠনের পর একই সভায় শ্রীগৌরী গ্রাম সমিতিও গঠন করা হয়৷ গ্রাম সমিতির সভাপতি হন সঞ্জিৎকুমার পাল, সহ সভাপতি পৃথ্বীশ পাল ও সম্পাদক হিসাবে চয়ন করা হয় বিষ্ণু চক্রবর্তীকে৷ এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত প্রান্ত সহ প্রচার ও প্রসার প্রমুখ সুজয় শ্যাম, প্রান্ত সোশ্যাল মিডিয়া সহ প্রমুখ মৈনাক দেব সহ শ্রীগৌরী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও পরিষদের সদস্যরা৷