Barak Valley

ভুয়ো ভোট নয়, মকপোলের ভিডিও ভাইরাল হয়েছে : মৃদুল যাদব

করিমগঞ্জ : নির্বাচনের দিন ভুয়ো ভোট দেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ ঘটনাটির তদন্ত শেষে সাংবাদিক সম্মেলন করে বিবরণ তুলে ধরেছেন করিমগঞ্জের রিটার্নিং অফিসার মৃদুল যাদব৷ তিনি বলেন, পাথারকান্দির একটি সেন্টারে কয়েকজন ব্যক্তি একনাগাড়ে ভোট দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে৷ ভিডিওটি শেয়ার করেছেন আব্দুল সাহিদ নামের একজন৷ আমরা ভিডিওর সত্যতা যাচাই করেছি৷ এতে দেখা গিয়েছে, আব্দুল সাহিদ নির্দল প্রার্থী আব্দুল হামিদের পোলিং এজেন্ট ছিলেন৷ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে মকপোল করা হয়৷ এই ভিডিওটি মকপোলের৷

তিনি আরও বলেন, ‘আমরা পোলিং অফিসার সহ ওই সেন্টারে থাকা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টদের বয়ানও নিয়েছি৷ এতে ভুয়ো ভোট দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ অন্যদিকে প্রশাসনের নির্দেশে ভিডিওবার্তা জারি করেন আব্দুল সাহিদ নামের ওই ব্যক্তি৷ তাঁর মন্তব্য, ‘মকপোলের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল৷ মকপোলের ৫টি ভোট দিতে হয়৷ গুনে গুনে ৫টি ভোট দিয়েছিলাম৷ পরে অজ্ঞানতাবশত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেই৷ এমনকি অল্প সময়ের মধ্যে মধ্যে ভিডিওটি ডিলিটও করে দেই৷’ এই ভিডিওটি মকপোলের বলে মন্তব্য করেন আব্দুল সাহিদ৷

এদিকে এই ভিডিওকে ইস্যু করে ওই সেন্টারে থাকা পোলিং কর্মীদের জেলা নির্বাচন আধিকারিকের তরফে শোকজ করা হয়েছে বলেও জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button