North-East

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, রিখটার স্কেলে তীব্রতা ৪.৮

আগরতলা, ১৬ জুন : সকালে অফিসের দরজা খুলতেই ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, অসম, মণিপুর ও মিজোরাম। সকাল ১০টা ১৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৪.৮ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের সিলেট জেলায় গোপালগঞ্জে ভূপৃষ্ট থেকে ৭০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল।

স্বাভাবিকভাবেই, অসমের বদরপুর, করিমগঞ্জ জেলায় কম্পন বেশি অনুভব হয়েছে।

বাংলাদেশে ওই ভূমিকম্পে সিলেট জেলা ছাড়াও ঢাকা সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। আজকের ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা বিশেষ ছিল না। তাই, ক্ষয়ক্ষতির খবর মিলেনি।

Show More

Related Articles

Back to top button