Barak Valley

ভোটকর্মীদের সহায়তার জন্য করিমগঞ্জে পোস্টাল ব্যালট সেল

জনসংযোগ, করিমগঞ্জ : আসন্ন লোকসভা নির্বাচন কার্যে নিযুক্ত সকল ভোটকর্মী যাতে সুচারুভাবে ভোটদান করতে পারেন তার জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্ত তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ের দ্বিতলে অবস্থিত রাজস্ব শাখায় একটি পোস্টাল ব্যালট পেপার সেল এবং ফেসিলিটেশন সেন্টার খোলা হয়েছে।

এতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে ইচ্ছুক ভোটকর্মীরা পোস্টাল ব্যালট ফেমিলিটেশন সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া ভোটকর্মী প্রশিক্ষণ কেন্দ্রে, যারা প্রশিক্ষণ কার্যে নিযুক্ত আছেন তাদের জন্যও ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার খোলা থাকবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সকল ভোটকর্মীকে ১২ নম্বর ফর্ম পূরণ করতে হবে। পূরণ করা ফর্মের নিচে সই করে নির্বাচনের নির্দিষ্ট তারিখের ৭(সাত) দিন পূর্ব পর্যন্ত উল্লিখিত পোস্টাল ব্যালোট পেপার সেল বা নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় সঙ্গে দিতে হবে নির্বাচন কার্যে নিযুক্ত নিয়োগপত্র ও ভোটার পরিচয়পত্রের জেরক্স কপি।

Show More

Related Articles

Back to top button