Barak Valley

ভোটার সচেতনতায় মোবাইল ভ্যান ট্যাবলো করিমগঞ্জে

করিমগঞ্জ : আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন উপলক্ষে আজ জেলা প্রশাসনের নির্বাচন SVEEP cell-র উদ্যোগে সকাল ১০টায় জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে জনসচেতনতার বার্তা নিয়ে তৈরি মোবাইল ভ্যান ট্যাবলোর উদ্বোধন হয়৷ পরে জেলা প্রশাসনের আধিকারিক, SVEEP cell-র কর্মকর্তা, ASRLM এবং NULM-র অধীনে প্রায় ৩০০ জন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যদের নিয়ে একটি রেলি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে রবীন্দ্রসদন মহিলা কলেজে পৌঁছে৷

রেলির ফ্ল্যাগ অফ করেন অসমের প্যারা সাইকেলিস্ট রাকেশ বণিক৷ এরপর কলেজ মিলনায়তন ভবনে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্বলন এবং অতিথিদের সম্মান প্রদর্শনের পর স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা SVEEP cell incharge উদয় শঙ্কর দত্ত৷ এরপর মুখ্য অতিথি অসমের প্যারা সাইকেলিস্ট রাকেশ বণিক উপস্থিত সকলের উদ্দেশ্যে ভোটদানের প্রয়োজনীয়তার বার্তা দেন৷ তিনি নিজের জীবনে মারাত্মক দুর্ঘটনার পরও কিভাবে সাধারণ জীবনে ফিরে এলেন তা ব্যাখ্যা করেন৷

উপস্থিত ছিলেন assistant commissioner তথা SVEEP assistant cell incharge প্রিয়াঙ্কা ইয়ুমনাম, assistant commissioner রূপক মজুমদার৷ এছাড়াও উপস্থিত ছিলেন SVEEP cell-র সদস্য সুজয় ধর, অনুপম দাস, রাজন ধর প্রমুখ৷

এরপর সরকারি স্কুলের খেলার মাঠে বরুয়ালা জিপির আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যরা ভোটার সচেতনতা সম্পর্কিত বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ধামাইল গান ও নাচ প্রদর্শন করেন৷ শেষ পর্যায়ে ছিল শপথ গ্রহণ এবং কলস সংকল্প পাত্র অভিযান৷ এতে যোগ দেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের আধিকারিকগণ৷ মাঠে উপস্থিত আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য এবং SVEEP cell-র কর্মীগণ৷

এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, আব্দুল রহমান, মবুর রহমান প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button