Barak Valley
ভোটার সচেতনতা কর্মসূচিতে শপথবাক্য পাঠ করিমগঞ্জে
করিমগঞ্জ : ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মসূচি আয়োজিত হয় শুক্রবার৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে করিমগঞ্জ জেলা আয়ুক্ত তথা রিটার্নিং অফিসার মৃদুল যাদব সহ অন্যরা এদিন শপথ বাক্য পাঠ করান৷ ‘আমরা আমাদের নিজ নিজ ভোট স্বতঃস্ফূর্ত ভাবে প্রদান করব’ ওই শপথবাক্য পাঠ করেন সবাই৷ মূলত লোকসভা নির্বাচনে সর্বস্তরের মানুষ যাতে ভোটদানে এগিয়ে আসেন এবং ভয়-ভীতির শিকার না হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলতে পারেন সেজন্য এদিনের কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান, বিভাগীয় আধিকারিক রাকেশ বণিক৷ পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই এদিন সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷