Updates

ভোটের দিন সবেতন ছুটি

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ জেলার ৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য এনআই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি অসম সরকারের শ্রমিক কল্যাণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আগামী ২৬ এপ্রিল জেলায় সব ধরনের কারখানা, চা বাগান, দোকানপাট, বিনোদন ও বাণিজ্যিক সংস্থা, ঠিকাদার প্রতিষ্ঠান, ফার্ম, বাণিজ্যিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক ইত্যাদি কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীদের জন্য লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদান করার জন্য সবেতন ছুটি ঘোষণা করা করেছেন৷ জন প্রতিনিধিত্ব আইনের অধীনে এই পেইড হলিডে ঘোষণা করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button