ভোট গননার সময়ে সকলকে সতর্ক থাকতে অসম নাগরিক সমাজের আহ্বান
গুয়াহাটি, পিএনসি , জুন ৩ – : প্রত্যাশিত হিসাবে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মূলধারার গণমাধ্যমের এক্সিট পোলে সরকার গঠনের জন্য সহজেই যথেষ্ট আসন অর্জন করেছে ।এই সম্পৰ্কে অসম নাগরিক সমাজের সভাপতি রাজ্য সভার সদস্য অজিত কুমার ভূঁঞা ও সাধারণ সম্পাদক পরেশ মালাকার এক যৌথ বিবৃতিতে বলেন যে” আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন দল নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করছে। শুরু থেকেই সুপ্রিম কোর্টের পরামর্শকে অমান্য করে সরকার তার পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগ করেছে এমন অনেক কারণ রয়েছে যা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধীদের ঐক্য বিনষ্ট করতে সক্ষম হয়েছে। উভয়ের মধ্যে সহযোগিতা এবং সমন্বয়, আমরা এটাও লক্ষ্য করেছি যে অতীতে জনগণ কীভাবে ভারত জোটের প্রতি তাদের সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। জনগণ যে বিরোধী দলের পক্ষে নির্বাচনে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের প্রকৃত ফল আমরা জানতে পারব ৪ জুন ভোট গণনার পর, এক্সিট পোলের মাধ্যমে নয়। এই মুহূর্তে জনগণ, সুশীল সমাজ এবং বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকদের কাছে আমাদের একটাই আবেদন- ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে ঘুমহীন প্রহরীর মতো সজাগ থাকতে হবে। ভোট গণনার সঙ্গে জড়িত নির্বাচন কমিশনের কর্মচারীদেরও আমরা আহ্বান জানাই, তারা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। তাই নির্বাচনের ফলাফল নির্বিশেষে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হই।