Barak Valley
ভোলে বোম উৎসব উপলক্ষ্যে মদনমোহন আখড়ার বর্ণাঢ্য শোভাযাত্রা
করিমগঞ্জ : মদনমোহন আখড়ার ভোলে বোম উৎসব অনুষ্ঠান জমজমাটভাবে পালন করা হয়৷ মূলত শ্রাবণ মাসে ভোলে বোম উৎসবের রেওয়াজ রয়েছে৷ কিন্তু এ বছরে শ্রাবণ মাসটি মলমাস৷ ফলে শাস্ত্রমতে মলমাসে অনেক অনুষ্ঠান করা হয় না৷
ভোলে বোম উৎসব উপলক্ষ্যে সোমবার সকালে রাধা মদনমোহন জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ ঢাকঢোল বাজিয়ে সাড়ম্বরে শোভাযাত্রা মদনমোহন রোড থেকে বিসর্জন ঘাট পৌছায়৷ এদিন লাল পাড় শাড়িতে অসংখ্য মহিলা হাতে কলসি নিয়ে শোভাযাত্রায় শামিল হন৷
মহাদেবের নামে জল নিয়ে পুরুষ-মহিলারা বিসর্জন ঘাট থেকে জল নিয়ে ফের মন্দিরে আসেন৷ মদনমোহন মন্দিরে ভক্তরা একে একে শিবলিঙ্গে জল ঢালেন৷ এদিন বিশেষ শিব পূজার আয়োজন করা হয় ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷