Uncategorized
মণিপুরে আটক আত্মীয়দের তথ্য শেয়ার করার আবেদন কাছাড় জেলাশাসকের

জনসংযোগ, শিলচর, ১০ মে : কাছাড়ের জেলাশাসক তথা ডিডিএমএ-এর চেয়ারপারসন এক আবেদনে জানিয়েছেন, মণিপুরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার তাঁদের আত্মীয়দের তথ্য শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে যাঁরা বর্তমানে মণিপুরে স্থানান্তরের জন্য আটকে পড়েছেন। এর জন্য কয়েকটি ফোন নম্বরও দিয়েছেন তিনি। ফোন নম্বরগুলি ০৩৮৪২-২৩৯২৪৯, ১০৭৭ (টোল ফ্রি) / ৯৪০১৬২৪১৪১। এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।