মদনমোহন আখড়ায় ১২০ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ শুরু
করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জে শ্রীশ্রী রাধামদনমোহন জিউর মন্দিরে বার্ষিক ১২০ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ উদযাপন অনুষ্ঠান শুরু হল৷ রবিবার রাত শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ উদযাপন অনুষ্ঠান শুরু হল৷ রবিবার রাতে শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ অধিবাস কীর্তন পরিবেশন করেন গোপাল বাবাজি৷ এবার কীর্তন পরিবেশন করার জন্য বিভিন্ন স্থান থেকে কীর্তনীয়া দল উপস্থিত হয়েছে৷ এর মধ্যে রয়েছে রাধা গিরিবারি সম্প্রদায় (রায়গঞ্জ), কৃষ্ণগোপাল সম্প্রদায় (কোচবিহার), রাইবিনোদনী সম্প্রদায় (রানাঘাট), গৌরসুন্দর সম্প্রদায় (হোজাই), মা বাসন্তী সম্প্রদায় (শিলিগুড়ি), মহানাম সম্প্রদায় (কোচবিহার)৷ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত নাম সংকীর্তন চলবে৷ ৩০ জানুয়ারি নাম মহাযজ্ঞ সমাপন কীর্তন সহ নগর পরিক্রমা ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ, মোহন্ত বিদায় ও উৎসব সমাপন হবে৷ মোহন্ত বিদায় কীর্তন পরিবেশন করবেন শ্রী গোপাল বাবাজি৷ শ্রীশ্রী রাধামদনমোহন জিউর মন্দির পরিচালন সমিতির সভাপতি শ্যামল রায় ও সম্পাদক গৌতম দাস এবং বার্ষিক শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রবীর দাস, কার্যকরি সভাপতি জগদীশ বণিক, যুগ্ম সম্পাদক রাজু সরকার প্রমুখ উৎসবে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন৷