মদনমোহন আখড়ার কীর্তনে আপত্তি, মামলা থানায়
করিমগঞ্জ : মদনমোহন আখড়ার কীর্তনে আপত্তি৷ কৃষ্ণনামে অসন্তুষ্টি প্রকাশ করে আখড়ার মাইকের তার ছিঁড়ে দিয়েছেন এক পরিবারের ক’জন সদস্য৷ এনিয়ে মামলা গড়িয়েছে থানায়৷ দেবব্রত রায় ও দ্বীপ রায় সহ আরও ক’জনের নামে এজাহার দিয়েছেন আখড়ার কীর্তন কমিটির সম্পাদক রাজু সরকার৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি৷
খবর মতে, প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি থেকে আখড়ায় কীর্তন অনুষ্ঠিত হচ্ছে৷ কীর্তনে অংশ নিচ্ছেন ভক্তরা৷ কিন্তু এতে আপত্তি জানাতে শুরু করেন অভিযুক্তরা৷ এক সময় তারা আখড়ায় এসে মাইকের তার ছিঁড়ে ফেলেন৷ এমনকি আখড়ার গেটে প্রচণ্ড ঠেলাধাক্কা করেন বলেও অভিযোগ৷ এনিয়ে দেবব্রত, দ্বীপ সহ আরও ক’জনের নামে সদর থানায় এজাহার দায়ের করেন রাজু সরকার৷ মন্দিরের কীর্তনের তার ছিঁড়ে হিন্দুধর্মে আঘাত করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন রাজু সরকার৷ ঘটনাটি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে৷