Barak Valley
মদনমোহন মন্দিরের শিবিরে চক্ষু পরীক্ষা ১৫০ জনের
করিমগঞ্জ : শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে বুধবার সকাল ১১টা থেকে বিনামূল্যে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়৷ শিলচরের ইআরসি চক্ষু চিকিৎসালয় ও মদনমোহন কমিটির ব্যবস্থাপনায় প্রায় ১৫০ জনের অধিক লোকের প্রাথমিক চক্ষু পরীক্ষা করা হয়৷ পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ডা. সৌম্যদীপ পাল ও ইআরসি গ্রুপ টিম৷ ছিলেন মদনমোহন মন্দির পরিচালন কমিটির পক্ষে সভাপতি প্রদীপ রায়, সম্পাদক গৌতম দাস, উপদেষ্টা জগদীশ বণিক, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, কৃষ্ণ দাস, বলরাম দাস, শ্যামল রায়, সুশীল কংস বণিক, বিষ্ণুপদ নাগ, শ্যামল রায়, বিকাশ দাস, সঞ্জু শুক্ল৷