Updates

মদনমোহন মন্দিরে ‘সাধন মঞ্জুরি’ গ্রন্থের উন্মোচন

করিমগঞ্জ : শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভাগবত সমাপনী অনুষ্ঠানে একটি ‘সাধন মঞ্জুরি’ গ্রন্থ উন্মোচিত হল শনিবার৷ গ্রন্থটি উন্মোচন করেন প্রভুপাদ পার্থসারথি গোস্বামী, মদনমোহন জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল রায় ও সম্পাদক গৌতম দাস, কৃষ্ণ দাস ও বিষ্ণুপদ নাগ৷

কলকাতা থেকে আগত সঙ্গীতশিল্পী ও যন্ত্র সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক৷

অন্যদিকে, শনিবার সকাল ৮টায় শুরু হয় গোপাল মহাযজ্ঞ৷ এতে ৫ জন পন্ডিত প্রভুপাদ পার্থসারথি গোস্বামী, গোপীনাথ গোস্বামী, রামেশ্বর পান্ডে, বিধান ভট্টাচার্য ও রতিরঞ্জন শর্মা সহ কমিটির সকল সদস্যরা যজ্ঞাহুতি দেন৷ পরবর্তীতে ভোগারতি হয়৷ তারপর অসংখ্য ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷

Show More

Related Articles

Back to top button