Barak Valley
মদন মোহন আখড়ায় সপ্তাহব্যাপী ভাগবত জ্ঞানযজ্ঞ ২২ সেপ্টেম্বর থেকে
করিমগঞ্জ : মদন মোহন আখড়ায় সপ্তাহব্যাপী ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী ২২-২৯ সেপ্টেম্বর পর্যন্ত৷ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় বিষ্ণু সহস্রনাম ও ভাগবত মহাযজ্ঞ৷ উক্ত অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথি গোস্বামী সপ্তদিবসীয় সঙ্গীতময় ভাগবত পাঠ করবেন৷ প্রতিদিন সকাল ৯টায় মূল শ্লোকপাঠ ও বিকেল ৫টা থেকে ভাগবত কথা শ্রবণ৷ এই সঙ্গীতময় অনুষ্ঠানে সুদূর কোলকাতা থেকে আগত সঙ্গীতশিল্পী গৌতম দাস সঙ্গীত পরিবেশন করবেন এবং সঙ্গে থাকবেন তাঁর সহ শিল্পীবৃন্দ৷ উক্ত অনুষ্ঠানগুলি সুন্দর ও সার্থক করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন রাধা মদন মোহন জিউর মন্দির কমিটি৷