Barak Valley
মন্দিরের গর্ভগৃহের মাটি ফুঁড়ে উঠল গোপাল মূর্তি ! তাজ্জব কাণ্ড নরসিংলাল আখড়ায় ।
নিলামবাজার, ১৪মে : কায়স্থগ্রামের শহিদখানির প্রায় ২০০ বছর পুরনো নরসিংহ বাবার আখড়ায় স্বপ্নাদিষ্ট হয়ে ‘নাড়ু গোপাল’ আবির্ভাবের খবরে উৎসুক ধর্মপ্রাণ পুণ্যার্থীদের ভিড় লেগেছে আখড়ায়৷ আখড়ার পুজারি জানান বুধবার সকালে তিনি যখন ঠাকুর ঘর মুছতে লাগেন তখন মেঝে ফেটে গোপাল বাল্য রূপে দেখা দেন৷ সঙ্গে সঙ্গে আখড়া কমিটিকে খবর দিলে সকলে উপস্থিত হন৷ পরে স্থানীয় শিল্পীর তুলিতে অঙ্গরাগ ও ধর্মীয় রীতি মেনে মূর্তি শোধন করে চলে দিনভর কীর্তন৷ এদিকে মন্দির কমিটির সভাপতি শিপ্রা গুণ, সহ-সভাপতি মলয় গোস্বামী জানান, এই ঐতিহ্যবাহী মন্দিরের অনেক ইতিহাস রয়েছে৷ তাই এ উপলক্ষে মঙ্গলবার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনভর কীর্তন৷ তারা সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন৷