মরণোত্তর দেহদানের অঙ্গীকার
করিমগঞ্জ : করিমগঞ্জ স্টেশন রোডের অতসী ভিলার বাসিন্দা একই পরিবারের ৪ সদস্য Human Science Forum-র মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছেন৷ এরা হলেন-৮৪ বছরের রাধাকান্ত সেন, স্ত্রী অঞ্জলি সেন, পুত্র ও পুত্রবধূ সন্দীপ সেন ও পূরবী সেন৷ তাঁদের অঙ্গীকার পত্রে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন রাধাকান্ত সেনের নাতি স্বপ্নীল সেন ও ফোরামের করিমগঞ্জ শাখার সদস্য সুখময় পাল৷ এভাবে ৩ প্রজন্মের উপস্থিতিতে এই স্বাক্ষর পর্ব আলাদা মাত্রা পায়৷ ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন শিলচর থেকে আসা সভাপতি ড. পরিতোষচন্দ্র দত্ত, সম্পাদক হানিফ বড়ভূইয়া, কার্যকরী সদস্য বিবেক আচার্য এবং ফোরামের করিমগঞ্জ শাখার সদস্য অর্ধেন্দু কুমার চন্দ্র, সদস্যা সুনন্দা চৌধুরী৷ এই অঙ্গীকার সভায় সভাপতি ড. পরিতোষচন্দ্র দত্ত উপস্থিত সবাইকে মরণোত্তর দেহদানের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান৷ তিনি ফোরামের স্থায়ী করিমগঞ্জ শাখা কমিটি গঠনে করিমগঞ্জের সদস্যদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে আহ্বানও জানান৷ কার্যকরী সদস্য বিবেক আচার্য করিমগঞ্জে মরণোত্তর দেহদান আন্দোলনকে ভিত্তি করে ভবিষ্যতে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে করিমগঞ্জ মেডিক্যাল কলেজ স্থাপনের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান৷