মর্জাৎকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত ১ যুবক
মর্জাৎকান্দি : শনিবার মর্জাৎকান্দিতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১ যুবক৷ বদরপুর থানা এলাকার মর্জাৎকান্দি জেইউ আহমেদ মর্ডান হাইস্কুল সংলগ্ন ভাঙ্গা-ভৈরবনগর পূর্ত সড়কে ঘটেছে এই ঘটনা৷ এই ঘটনায় আহত যুবকটির বাড়ি মামদপুর গ্রামে৷ ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টা নাগাদ ভাঙ্গা-ভৈরবনগর পূর্ত সড়ক দিয়ে বাগারগোল অভিমুখী AS11DC9556 নম্বরের ডাম্পার এবং AS10D7230 নম্বরের স্কুটির মধ্যে চলন্ত অবস্থায় সজোরে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে স্কুটি চালক ফয়জুল জালাল (২০)৷ এদিকে, ঘটনার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা পার্শ্ববর্তী মর্জাৎকান্দি এডি ক্যাম্পে খবর দিলে অনতিবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্জাৎকান্দি এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা স্থানীয়দের সহযোগে আহত স্কুটি চালককে চিকিৎসার জন্য শ্রীগৌরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন৷ এবং বদরপুর ট্রাফিক পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িদ্বয় উদ্ধার করে মর্জাৎকান্দি এডি ক্যাম্পের হেফাজতে রাখা হয়৷ এদিকে, আহত স্কুটি চালক ফয়জুল জালালের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় শ্রীগৌরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক শিলচর মেডিকেলে প্রেরণ করেন৷