Barak Valley

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে করিমগঞ্জের পুকুর নালায় ৫০০ গাপ্পি

করিমগঞ্জ : মশাবাহিত রোগ বা ভেক্টর বোর্ন ডিজিজ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসাবে করিমগঞ্জ পৌরসভা এলাকার ফায়ার ব্রিগেড অফিস সংলগ্ন পুকুরে ও শহরের নালায় মঙ্গলবার ৫০০ গাপ্পি মাছ ছাড়া হয়েছে৷ এতে সহকারী কমিশনার রাংবামন টেরং, ডা. রঞ্জিত বৈদ্য, সুমন চৌধুরী, দেবজিৎ দে, গীতা রায় প্রমুখ ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস ইত্যাদির মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এই অভিযানের সূচনা করেন৷

এই অভিযানের সূচনা করে ডা. বৈদ্য জানান, একটি পূর্ণ বয়স্ক গাপ্পি মাছ দিনে প্রায় ১৫০টি লার্ভা খেয়ে ফেলতে পারে৷ স্বচ্ছ জলের মশার বংশবৃদ্ধির সমস্যা, বিশেষ করে এডিস ইজিপ্ট মশা যা ডেঙ্গু ভাইরাস বহন করে তা গাপ্পি মাছের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়৷ দেবজিৎ দে বলেন, অসমের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷

এদিকে, করিমগঞ্জেও স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় কঠোর নজরদারি রাখা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button