Barak Valley
মহাত্মা গান্ধীকে স্মরণ করিমগঞ্জ কংগ্রেসের
করিমগঞ্জ : সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলা কংগ্রেস মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করে৷ এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টা নাগাদ জেলা কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর ছবিতে কংগ্রেসীরা মাল্যদান করেন৷ এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মহাত্মা গান্ধীর জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার মৃত্যু ঘটনা সম্পর্কে আলোকপাত করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস পুরকায়স্থ, আব্দুল তাপাদার, নবেন্দু শর্মা পুরকায়স্থ, ময়না মিয়া, আব্দুল ওয়ারিশ, আশুক আহমেদ, নিতাই দাস প্রমুখ৷