Barak Valley
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন ডাঃ কুমারকান্তি দাস
শিলচর : প্রতি বছরের মতো এবারও ২ অক্টোবর আজ মহাত্মা গান্ধীর জন্মদিনের অনুষ্ঠান শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানে পালনা করা হবে৷ এদিন সকাল ৮টায় মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির সামনে পতাকা উত্তোলন এবং গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে৷ এরপর সর্বধর্ম প্রার্থনা সভা, ভজন-সঙ্গীত পরিবেশন করা হবে৷ অনুষ্ঠানসূচিতে রয়েছে গান্ধীচর্চা৷ অংশ নেবেন বিশিষ্টজনেরা৷ এবছরের বিশেষ সংকল্প হিসাবে বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি (লক্ষণ) দাসকে শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার’ প্রদান করা হয়৷ সকাল ৮টা-১০:৩০টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস ও সম্পাদক অশোক কুমার দেব৷