Updates

মহানামব্রত শিক্ষক সম্মান পাচ্ছেন ড. মৃণাল কান্তি ভট্টাচার্য

করিমগঞ্জ : মহানামব্রত শিক্ষক সম্মান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি৷ মহানামব্রত এডুকেশন ফাউন্ডেশনের তরফে করিমগঞ্জের বিএড কলেজে এই অনুষ্ঠান হবে৷

এ বছর মহানামব্রত শিক্ষক সম্মান পাচ্ছেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মৃণালকান্তি ভট্টাচার্য৷ এ কথা জানালেন ফাউন্ডেশনের সম্পাদক সুবীরবরণ রায়৷ তিনি জানান, ১৯৩৩ সালে ভারত তথা এশিয়া মহাদেশ থেকে আমন্ত্রিত হিসেবে বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন বৈষ্ণবাচর্য ড. মহানামব্রত ব্রহ্মচারী৷ তিনি ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তথা সনাতন ধর্মের আদর্শ তুলে ধরে ছিলেন৷

সংস্থার সভাপতি সুখেন্দুশেখর দত্ত জানান, ১৭ জানুয়ারি বিএড কলেজে মহানামব্রত স্মারক বক্তৃতা প্রদান করবেন কলকাতা মহানাম সেবক সংঘের সহ-সাধারণ সম্পাদক জ্যোতির্ময় গুহ৷

Show More

Related Articles

Back to top button