Barak Valley
মহিলা মোর্চার শক্তি বন্দন কর্মসূচি করিমগঞ্জে
করিমগঞ্জ : বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে বুধবার শক্তি বন্দন কর্মসূচি অনুষ্ঠিত হল করিমগঞ্জে৷ এদিন ১ম পর্যায়ে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য এবং এনজিও সদস্যদের সঙ্গে এক আলোচনা সভা আয়োজিত হয়৷ এতে বিভিন্ন মণ্ডলের কর্মী উপস্থিত ছিলেন৷ বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প এবং কাজ নিয়ে এদিন আলোচনা হয়৷ তাদের সঙ্গে পরিচিতি করা হয়৷ পরবর্তীতে বিধানসভা ভিত্তিক কার্যসূচি আয়োজিত হবে৷ এতে সিআরপিএফ বাহিনীর সদস্যদের সংবর্ধনা জানানো হবে৷ এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, শিপ্রা গুণ, নির্মল বণিক, শান্তা চৌধুরী, অমিত পাল প্রমুখ৷