Barak Valley

মাগুরাছড়ায় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন বিধায়ক বিজয়ের

রামকৃষ্ণনগর : মাগুরাছড়ায় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার৷ সমাজ কল্যাণ বিভাগের অধীনে নির্মিত সিংলাছড়া জিপির ৯০ নং মাগুড়াছড়া আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ৭৬৩ নং মাগুড়াছড়া এলপি স্কুলের দেওয়াল সোমবার বিকেলে উদ্বোধন করেন বিধায়ক৷

এরপর একটি সভার আয়োজন করা হয়৷ সভায় বিধায়ক সহ উপস্থিত বিশিষ্টদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়৷ বলেন, এসব এলাকার দুরবস্থার কথা৷ এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রূপ পাল্টেছে৷ বর্তমানে এসব দেখতে কেমন ছিল, আর আগে কেমন ছিল তা সহজে অনুমেয়৷ তাছাড়া বিজেপির এলাকাগুলিতে যে সব উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, সেগুলোর বিষয়ে জনসম্মুখে তুলে ধরেন৷

উপস্থিত ছিলেন দুল্লভছড়া মন্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়, জেলা বিজেপি সহ-সভাপতি উমাশঙ্কর বানিয়া, দলের বরিষ্ট কর্মকর্তা চন্দ্রশেখর পান্ডে, বিজেপি দুল্লভছড়া চা-জনজাতি মোর্চার সভাপতি মনোজ কৈরী, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় গোয়ালা, সিংলাছড়া জিপির সহ-সভাপতি সত্যনারায়ণ সিং, এপি সদস্য চন্দন তেলী, লালছড়া এপি সদস্য হেনয় নাথ সহ দলীয় কর্মকর্তারা৷

Show More

Related Articles

Back to top button