Barak Valley
মাটিজুরি সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ
জনসংযোগ, হাইলাকান্দি, ২৯ মে : মাটিজুরিতে কাটাখাল সেতুর এপ্রোচ অংশের মাটি ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সেতু দিয়ে ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দি জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা এডিএম অমিত পারবোসা ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৩৪ (বি)ধারা অনুসারে এই সেতু দিয়ে ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। বুধবার জারি করা এক আদেশে জানানো হয়েছে যে জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে।